আমতলী ও তালতলীতে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

আমতলী ও তালতলীতে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বরগুনা প্রতিনিধি। বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় স্বজন সমাবেশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল বনাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা। আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয় ও তালতলী প্রেসক্লাবে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। শনিবার সকাল ১০ টায় আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে কেক কেটে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাসস বরগুনা জেলা প্রতিনিধি মোঃ খায়রুল বাশার বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা। দৈনিক যুগান্তর পত্রিকার আমতলী প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এছাড়া তালতলী উপজেলায় সকাল ১১ টায় তালতলী প্রেসক্লাব থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনাব মোঃ ফজলুল হক জোমাদ্দার। তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব রেজবিউল কবির জোমাদ্দার,তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোট বগী ইউপি চেয়ারম্যান মু. তৈফিকুজ্জামান তনু, তালতলী সরকারি কলেজের সবেক অধক্ষ্য মোঃ হারুন অর রশিদ খান ও তালতলী উপজেলা যুগান্তর প্রতিনিধি মু.আ. মোতালেব প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest