দুমকিতে সড়ক দূর্ঘটনায় অহত-১০

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

দুমকিতে সড়ক দূর্ঘটনায় অহত-১০
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জসিম উদ্দিন : পটুয়াখালীর দুমকিতে সড়ক দূর্ঘটনায় অন্তত ১০ যাত্রী অহত হয়েছে। গতকাল সোমবার (৪ নভেম্বর) সকালে দুমকি বাউফল সড়কে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বাউফল থেকে ঢাকাগামী বেপারী পরিবহনটি উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে যাত্রী বাহী অটোবাইকে পেছন থেকে ধাক্কা দিলে দূর্ঘটনাটি ঘটে। অটোবাইকটি উল্টে দুমরে মুচরে যায়। এতে অবদুল মজিদ (৫৫), অবুল বসার (২৪), মো. বাবুল (৩৫), মো. সৈয়দ আলী (১৯), সোহাগ (২৫) সহ অন্তত-১০ অটো যাত্রী আহত হয়েছে। আহতদের দ্রুত দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজ্জদুর রহমান জানান, গুরুতর আহত অবদুল মজিদ (৫৫), অবুল বসার (২৪), মো. বাবুল (৩৫), মো. সৈয়দ আলী (১৯), সোহাগ (২৫) সহ ৫জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে। অপর ৫ জন আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে বেপারী পরিবহন ও চালক মো. রিপন সহ আটক করা হয়েছে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest