বরগুনায় বাবার বাড়িতে মেয়ের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

বরগুনায় বাবার বাড়িতে মেয়ের রহস্যজনক মৃত্যু

মিজানুর রহমান সুমন(বামনা প্রতিনিধি) : বরগুনার বামনা উপজেলার আমতলী গ্রামে তুলসী রানী (২৭) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহত তুলসী রানী বীরেন চন্দ্র মিস্ত্রীর মেয়ে। তিনি এক সন্তানের জননী। গতকাল শনিবার দিবাগত রাতে তার রহস্যজনক মৃত্যু হয়। প্রতিবেশীরা জানায়, ৭ বছর পূর্বে বেতাগী উপজেলার কুমড়াখালী গ্রামের শান্তি রঞ্জন অধিকারীর ছেলে সুশেন অধিকারীর সাথে বিয়ে হয়। বিয়ের তিন বছরে পর স্বামীর সাথে তুলসীর মনের মিল না হওয়ায় সে স্বামীকে ছেড়ে সাত বছর বয়সী একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ী বামনাতে চলে আসে। বিগত চার বছর ধরে তুলসী সেখানেই বসবাস করছে। এর পর থেকে স্বামী প্রায়ই বামনার শ্বশুর বাড়ীতে স্ত্রী সন্তানের কাছে আসতো। ঘটনার দিন তিনি শ্বশুর বাড়ীতে আসছিলেন বলে জানা গেছে। এব্যাপারে প্রতিবেশী তাপস চন্দ্র শীল জানায়, সন্ধ্যা রাতে তার ঘরের মধ্যে একজন পুরুষের কথার আওয়াজ শুনেছি। তবে তিনি তার স্বামি ছিলেন কিনা বোঝা যাচ্ছিল না। সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য খাদিজা বেগম বলেন, পুলিশ লাশের সুরতহাল করার সময় আমি ছিলাম। আমি যতদুর বুঝতে পেরেছি তাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। গলায় একটি কালো দাগ দেখেছি। এছারা ও তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হতে দেখেছি। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি ব্যবহৃত কনডম, দা, জুতা, গেঞ্জী সহ বিভিন্ন আলামত উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায়। এঘটনায় বামনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে বামনা থানার অফিসার ইন চার্জ এসএম মাসুদুজ্জামান বলেন, সকালে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। লাশের সুরতহাল সংগ্রহ করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ময়না তদন্তের রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest