ঢাকা ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার দিনব্যাপী নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুজাপুরস্থ বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা প্রদান করেন, ঢাকা কেয়ার মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক হৃদরোগ, ডায়াবেটিস, বক্ষব্যাধি, বিশেষজ্ঞ ডা. মো. শাহরিয়ার আহমেদ (এম.বি.বি.এস.এম.ফিল.এফসিপিএস)। এতে বিদ্যালয়ে অধ্যায়নরত প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল পরিচালনা পর্ষদের সদস্য ইমাম আলী আল রেজা, অধ্যক্ষ অবিনাশ চন্দ্র রায়, সিনিয়র সহকারী শিক্ষক আজমল হোসেন, আমিনুল ইসলাম ও আশরাফ পারভেজ প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST