ঢাকা ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে ১৬ বছর পূর্বে হারিয়ে যাওয়া বাবার সন্ধান পেতে একমাত্র ছেলে বিভিন্ন পন্থায় চেষ্টা করেও কোন সন্ধান না পেয়ে বাবাকে ফিরে পেতে সমাজের সকলের সহযোগিতার জন্য আকুতি করে বেড়াচ্ছে। মাত্র ১বছর বয়সে বাবাকে শেষ বারের মতো দেখেছিল ছেলেটি। মাহিদুল ইসলাম জয় নামের ছেলেটির কাছে ১৬ বছর ধরে নিখোঁজ ভ্যান চালক বাবা মোফাজ্জল হোসেনের স্মৃতি বলতে কিছুই নেই তবে তার মায়ের কাছে তার বাবার সাথে কাঁটানো স্মৃতিগুলো এখনো উজ্জ্বল এবং তার মায়ের ইচ্ছে মৃত্যুর আগে তিনি স্বামীর খোঁজটা অন্তত জানতে চায়। জয়পুরহাটের কালাই উপজেলার মহেশপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোফাজ্জল হোসেন পেশায় একজন ভ্যান চালক ছিলেন। তার সংসারে অভাব অনটনের কারনে তিনি রিক্সা চালিয়ে একটু বেশি রোজগারের জন্য ২০০২ইং সালে ঢাকা শহরে চলে যান এবং মাঝে মাঝে গ্রামের বাড়ীতে আসতেন। সর্বশেষ ২০০৪ইং সালের জুলাই মাসের শেষের দিকে বাড়ি এসে ঘুরে যাবার পর থেকে আজ পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তার পরিবারের লোকজন ঢাকা শহরে একাধিকবার গিয়ে অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান মিলেনি। মোফাজ্জলের স্ত্রী মোছাঃ রেনুআরা বেগম কান্না বিজরিত কণ্ঠে বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে একমাত্র ছেলেকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছি। আমার স্বামী যদি বেঁচে নাও থাকে তাহলে তার কবরটা একনজর দেখার পর আমি মরেও শান্তি পেতাম। মাহিদুল ইসলাম জয় তার বাবার এমন কি হয়েছিল অন্তত সেই তথ্যটা জানতে পারলে বহু বছর পরেও যদি বাবার সন্ধান মিলে তাই গত ১লা জানুয়ারি ২০২০ইং তারিখে জয়পুরহাট জেলার কালাই থানায় তার বাবার শারীরিক বর্ণনা উল্লেখ করে একটি জিডি করেছে। যাহার জিডি নং – (২০)। উল্লেখ্য নিখোঁজ মোফাজ্জলের দ্রুত সন্ধান পেতে স্ত্রী রেনুআরা বেগম ও ছেলে মাহিদুল ইসলাম জয় এলাকার প্রশাসন, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। তাদের বিশ্বাস স্ত্রী তার স্বামীকে এবং ছেলে তার বাবাকে একদিন না একদিন খুঁজে পাবেনই।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST