২কোটি টাকার হিসাব নেই অগ্রণী হাউসিং লিমিটেডের

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

২কোটি টাকার হিসাব নেই অগ্রণী হাউসিং লিমিটেডের
আলোকিত সময় ডেস্কঃ কিছুতেই থামছে না অগ্রণী হাউজিং লিমিটেডের অনিয়ম-দুর্নীতি। এবার দুই কোটি টাকা অগ্রণী মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডে বিনিয়োগ করেছে। এছাড়া ব্যাংক থেকে লোন উত্তোলনেও অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়েছে অগ্রণী হাউজিং লিমিটেড। শেয়ার হোল্ডারদের দুই কোটি টাকার কোন হিসেব দিচ্ছেন না অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আঃ আজিজ হাওলাদার, পরিচালক মিজানুর রহমান, ফিরোজ আলম, আঃ রব ও সামসুন্নাহার বেগম। জানা গেছে, ২০১৫ সালে অগ্রণী মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডে প্রতিষ্ঠার সময় অগ্রণী হাউজিং লিমিটেডের শেয়ার হোল্ডারদের ২ কোটি টাকা বিনিয়োগ করা হয়। কথা থাকে যে দুই কোটি টাকার লাভ-ক্ষতির হিসেব অগ্রণী হাউজিং লিমিটেডের শেয়ার হোল্ডারদের বুঝিয়ে দেয়া হবে। কিন্তু আজ পর্যন্ত শেয়ার হোল্ডারদের দুই কোটি টাকার কোন লাভ-ক্ষতির হিসেব দেননি তারা। এ নিয়ে শেয়ার হোল্ডারগণ বার বার তাগিদ দিলেও তারা কোন হিসেব দেন নি। এদিকে অগ্রণী হাউজিং লিমিটেডের সম্পত্তি জামানত রেখে প্রিমিয়ার ব্যাংক থেকে কোটি টাকা লোন উত্তোলণ করেন। যেখানে অগ্রণী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার লিখিত চিঠির মাধ্যমে আপত্তি দাখিল করলেও ব্যাংক কর্তৃপক্ষ অতি উৎসাহি হয়ে কোটি টাকার লোন পাস করেন। অগ্রণী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার জানান, অগ্রণী মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের অনুকূলে কোটি টাকা লোন প্রদানে ২০১৬ সালের ৬ মার্চ আপত্তি দাখিল করা স্বত্তেও ব্যাংক কর্তৃপক্ষ অবৈধভাবে লাভবান হয়ে আঃ আজিজ হাওলাদারকে লোন প্রদান করেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest