শফিউর কামাল বরিশাল ব্যুরোঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, যত ঝড় ঝঞ্ঝা বা বিশেষ দিন থাকুক, তা যদি ঈদের দিনও হয়, ওপেন হাউজ ডে চলমান থাকবে। ওপেন হাউজ ডে’তে ভূক্তভোগী তাঁর সব কথা সাহসের সাথে বলতে পারেন । আজ মঙ্গলবার (৪জানুয়ারী) বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,মাননীয় আইজিপি মহোদয়ের বদান্যতায় ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং, স্কুল -কলেজ ভিজিট সহ নানান পদক্ষেপ নেয়ার দ্বারা জনগণের সম্পৃক্ততায় আমরা কতটুকু সেবা নিশ্চিত করতে পেরেছি তা গোপনে ও প্রকাশ্যে জেনে সেবার মান আরও বাড়াতে পারি।বন্দর থানার এসআই চম্পার সঞ্চালনায় ও বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার দক্ষিণ (জোন) মোঃ রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার এন্ড কাউনিয়া) মোঃ আঃ হালিম, বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।