ঢাকা ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
মো.ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানি মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালতে উভয় পক্ষের নিযুক্তীয় কৌশুলীদের শুনানী শেষে আসামীর অব্যাহতির দরখাস্ত না মঞ্জুর করে অভিযোগ গঠন করেন।
এর আগে একই ইউনিয়নের নারী ইউপি সদস্য সাহানারা বেগম বাদী হয়ে ৮ এপ্রিল ২০১৯ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে মানহানির এ মামলা দায়ের করেন। তৎকালীন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জুডিসিয়াল তদন্তের আদেশ প্রদান করেন। পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্তে সত্যতা পাওয়ায় আদালত অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৩রা এপ্রিল ২০১৯ রাতে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার নারী ইউপি সদস্য সাহানারা’র বিরুদ্ধে মান হানিকর বক্তব্য সম্বলিত তার লিখিত বক্তব্য স্থানীয় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এতে সাহানারা’র মান সম্মান নষ্ট করার উদ্দেশ্যে তাকে ’দুঃশ্চরিত্র’ নারী বলে উল্লেখ করা হয়। চেয়ারম্যানের মানহানিকর বক্তব্য সম্বলিত সংবাদ সম্মেলনের এ তথ্য গনমাধ্যমে প্রকাশ পেলে ওই নারী ইউপি সদস্য সাহানার’র ৫০ লক্ষ টাকার মানহানি হয় বলে তিনি মামলায় উল্লেখ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST