ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে দেড় বছরের শিশু পুকুরে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায় বুধবার সকালে উপজেলার কাঠালিয়া গ্রামের রুবেল মীরার ১৮ মাস বয়সী শিশুপুত্র আব্দুল্লাহ পরিবারের সকল সদস্যের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পরে শিশুপুত্রকে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরে পুকুরে খুঁজে শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। দ্রুত শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাকে মৃত্যু ঘোষনা করেন। শিশু রুবেলে চাচা আল আমিন মীরা বলেন, ঘরের সকলের অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। আধাঘন্টা পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের চিকিৎসক শিশুটির মৃত্যু ঘোষনা করেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র শীল বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূবেই মৃত্যু হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST