নীলফামারীর ডিমলায় বালাপাড়া মানব কল্যান সংস্থা কর্তৃক সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

নীলফামারীর ডিমলায় বালাপাড়া মানব কল্যান সংস্থা কর্তৃক সেলাই মেশিন বিতরণ
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো !! মানব কল্যান সংস্থার উদ্যোগে সোমবার নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া গ্রামে সেলাই মেশিন বিতরণ সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে এবং বালাপাড়া মানব কল্যান সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “সেলাই প্রশিক্ষণ” প্রকল্পের আওতায় ইউনিয়নের ১৬ জন দুঃস্থ্য ও অসহায় নারীদের মাঝে ছয় মাস প্রশিক্ষণ শেষে বিনামূল্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি তানভীর হাসান, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি মোজাফ্ফর হোসেন, বালাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, ইউপি সচিব নুর মোহাম্মদ আলী, ইউপি সদস্য মোছা: অলিমা বেগম ও আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিটের উর্ধ্বতন সামাজিক উন্নয়ন কর্মকর্তা মিঃ সুমিত্র কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাপাড়া মানব কল্যান সংস্থার সভাপতি ফজিবর রহমান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest