আব্দুল আউয়াল ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া মন্ডলপাড়ায় অগ্নিকাণ্ডে ১০টি বাড়ী পুড়ে ভুস্মিভুত এবং ১০টি বাড়ী ক্ষতিগস্থ হয়েছে। বুধবার দিবাগত রাতে গভীর রাত্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের দেয়া খবরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার আগেই প্রায় ১০টি পরিবারের বাড়ী পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ক্ষতি থেকে বাচঁতে আশপাশের বাড়ীগুলোর জিনিসপত্র ও ঘরের টিন তাড়াহুড়া করে সরাতে গিয়ে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ১০টি বাড়ী। উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহরম আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। প্রায় ১০টি বাড়ী আগুনে পুড়ে গেছে। আমাদের ধারণা আগুনের সুত্রপাত বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে হতে পারে। তবে ফায়ার সার্ভিস ক্ষতির পরিমাণ সাড়ে৩ লাখ টাকার সমপরিমাণ হয়েছে বলে দাবী করেছেন। অন্যদিকে এলাকাবাসী জানান,ক্ষতির পরিমাণ প্রায় বিশ লাখ টাকার সম-পরিমাণ হবে। এদিকে বৃহস্পতিবার সকালে আগুনে ক্ষতিগস্থ এলাকায় ছুটে যান উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা মহিলা ভাইসচেয়ারম্যান শেফালী বেগম প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার উপ-সহকারী প্রকৌশলী তাজউদ্দীন আহাম্মেদ। এ সময় প্রশাসনের পক্ষ থেকে নগদ বিশ হাজার টাকা বিশ প্যাকেট শুকনা খাবার বিশটি কম্বল ক্ষতিগস্থদের হাতে তুলে দেয়া হয়েছে।