তালতলীতে রাখাইন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরন

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

তালতলীতে রাখাইন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরন
 মোঃহাইরাজ বরগুনা বরগুনা প্রতিনিধি:-  বরগুনার তালতলীতে বৃহস্পতিবার রাখাইন শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসুচীর আওতায় উপজেলা প্রশাসন ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর মাঝে এ উপবৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করেন। উপজেলার ১৩টি রাখাইন পাড়ার শিক্ষার্থীদের মধ্যে যাচাই-বাচাই করে ১৩৮ শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৬শত টাকা করে ও মাধ্যমিক পর্যায়ে ১হাজার ২শত টাকা করে এবং ১শত ৫০জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরনসহ অন্যান্য উপকরন বিতরণ করা হয়। উপবৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সেলিম মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রেজবী-উল-কবির জোমাদ্দার, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মুহা. তৌফিকউজ্জামান তনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব ও মি. খেমংলা প্রমুখ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest