নেত্রকোনায় বিবেকানন্দ জন্ম জয়ন্তী উৎসব

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

নেত্রকোনায় বিবেকানন্দ জন্ম জয়ন্তী উৎসব

নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামী বিবেকানন্দর ১৫৮ তম জন্ম জয়ন্তী উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে জন্ম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আয়োজনে শুত্রুবার বিকেলে পৌর শহরের কল্লাগড়া শ্রী রাম কৃষ্ণ আশ্রমে এই উৎসব অনুষ্ঠিত হয়। মানুষের কল্যাণ এবং সার্বিক উন্নতিতে কাজ করেছেন স্বামী বিবেকানন্দ। শত শত বুদ্ধের কারুণ্য-নিষিক্ত হৃদয়বান মানুষই ছিল তাঁর কাঙ্ক্ষিত । অজ্ঞ, কাতর, পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কাজে, তাদের স্বমহিমায় উদ্ভাসিত করার লক্ষ্যে তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তার এই গুণাবলী বর্তমান যুব সমাজের মাঝে তুলে ধরাই মূল্য উদ্দেশ্য বলে জানায় আয়োজকরা । অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ আদিবাসীদের ঐতিহ্যবাহী বিভিন্ন নৃত্য পরিবেশন করে । পাশাপাশি ধর্মীয় আলোচনা ও পিএসসি, জেএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এই সময় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি গৌতম দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলো ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রী মৎ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ, কল্লাগড়া শ্রী রাম কৃষ্ণ আশ্রম সাধারণ সম্পাদক প্রভাত সাহা, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাধারণ সম্পাদক রনি তালুকদার, সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, জামাল তালুকদার, রাজেশ গৌড়, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সদস্য তুষার সাহা, দিবস সাহা সহ প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest