ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : আগামীকাল দুই দিনের সরকারী সফরে রাজশাহী আসছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। শনিবার সকাল সোয়া ৯ টায় রাজশাহী এসে পৌঁছাবেন। এদিন বেলা ১১টায় রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ ও রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কর্মীসভায় উপস্থিত থাকবেন। বিকেল ৪টায় রাজশাহী শিশু একাডেমিতে শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুঃস্থ শিশুদের মাঝে পোশাক বিতরণ করবেন। বিকেল ৫টায় শাহ্ মুখদুম (রা:) এর মাজার জিয়ারত করবেন। পরদিন রবিবার সকাল ১০টায় প্রতিমন্ত্রী শিল্পকলা একাডেমিতে রাজশাহী বিভাগীয় পর্যায়ের জয়ীতাদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শন ও দুপুর ১২টায় মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি অফিস ও মহিলা সহায়তা কেন্দ্র পরিদর্শন করবেন। দুপুর ২টায় রাজশাহী বিভাগের মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এদিন প্রতিমন্ত্রী বিকেলে বাংলাদেশ বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন । পিআইডির তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST