রাজশাহীতে পুলিশের পোশাক পরে ছিনতাই: আটক ৪

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

রাজশাহীতে পুলিশের পোশাক পরে ছিনতাই: আটক ৪

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহীতে পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করে কাটাখালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, হরিয়ানের সু্ইচারন এলাকার আবদুল মতিনের ছেলে রুহুল আমিন (২০), মুকবেলের ছেলে নিলয় (২০), জামাল উদ্দিনের ছেলে সাগর (২১) তারা একই এলাকার বাসিন্দা। এছাড়া রূপসীডাঙ্গা এলাকার জামাল হোসেনের ছেলে শ্রাবন (২০)। তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান জানান, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে সুইচারণ এলাকার একটি রাস্তায় চেকপোস্ট বসায় আটক ছিনতাইকারীরা। এ সময় তারা নিজেদের জেলা পুলিশ পরিচয় দেয়। সেই রাতেই পাঁচটি মোবাইল ফোন ছিনতাই করে তারা। এই ঘটনার পরে ভুক্তভোগিরা থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে একই রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের থেকে পাঁচটি মোবাইল ফোন ও পুলিশের জ্যাকেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest