ইবিতে ৩টি ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

ইবিতে ৩টি ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন
 ফারহানা নওশিন তিতলী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন, চিকিৎসা কেন্দ্র ও ডরমেটরির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকালে ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা,প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুল প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ কোটি টাকা মেগা প্রজেক্টের অন্তর্ভুক্ত তিনটি ভবনের ঊর্ধমুখী সম্প্রসারণের কাজে ৯ কোটি ২ লাখ টাকার চুক্তি হয়েছে। মীর মশাররফ হোসেন ভবনের বাজেট নির্ধারণ করা হয়েছে পাঁচ কোটি নয় লাখ, চিকিৎসা কেন্দ্রের জন্য এক কোটি আটাশি লাখ,ডরমেটরির জন্য দুই কোটি পাঁচ লাখ টাকা। প্রধান প্রকৌশলী সূত্রে জানা যায় মীর মশাররফ হোসেন ভবন সম্প্রসারণের কাজ সম্পন্ন হতে সময় লাগবে আগামী দুই বছর এবং চিকিৎসা কেন্দ্র ও ডরমিটরির কাজ সম্পন্ন হতে সময় লাগবে দেড় বছর। এসময় উপাচার্য অধ্যাপক ড.হারুনর রশিদ আসকারী বলেন “আমরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অবকাঠামোগত বিপ্লব সাধন করেছি। পাঁচশত কোটি টাকার নয়টি দশতলা নতুন বিল্ডিং এবং ১১ টি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ যখন সম্পন্ন হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি আলাদা টাউনশিপ গড়ে উঠবে এবং এটি একটি অনন্য সাধারণ উচ্চতায় স্থান পাবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest