অর্ধশত ছাত্রের চুল কেটে দেয়ায় নাটোরের জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত,তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

অর্ধশত ছাত্রের চুল কেটে দেয়ায় নাটোরের জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত,তদন্ত কমিটি গঠন

আবু মুসা স্টাফ রিপোর্টারঃ অর্ধশত ছাত্রের চুল কেটে নির্যাতন করার দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি।বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী কয়েকদিন আগে ছাত্রদের চুল কাটা নির্দেশ দিয়েছিলেন। অনেকেই চুল না কাটায় প্রধান শিক্ষক আজ দুপুরে শ্রেণি কক্ষে ঢুকে সপ্তম থেকে দশম শ্রেণীর প্রায় অর্ধশত ছাত্রের চুল কাচি দিয়ে কেটে দেন।এসময় কাচিঁর আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী জখম হয়। এ নিয়েউত্তেজনা শুরু হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামি ৩ কার্যদিবসে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest