ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহীর বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স (৩৮) বছর। খবর পেয়ে মৃত নারীর লাশ রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। রোববার বেলপুকুর রেলগেট ট্রেনে কাটা পড়ে ওই নারী মারা যায়। বেলপকুর থানা সূত্রে জানা গেছে, বেলপুকুর রেলওয়ে কর্মীরা ট্রেনে কাটা পড়ে থাকা মৃত অজ্ঞাত নারীর লাশ দেখতে পায়। এরপর তারা বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। খবর পয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।