মোঃ লুৎফর রহমান হাকিমপুর দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে বড়চড়া এলাকায় ঢাকাগামী “দ্রæতযান এক্সপ্রেস” ট্রেনে কাটা পড়ে জিয়ার উদ্দিন (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বিরামপুর উপজেলার কাটলা-জোতবানি গ্রামের মৃত এজার উদ্দিনের ছেলে। আজ মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। জিআরপি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রæতযান এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে বড়চড়া বিজিবি চেকপোস্টের কাছাকাছি আসে। এসময় জিয়ার উদ্দিন বাই-সাইকেল নিয়ে রেললাইন পার হতে গেলে ট্রেনটির ধাক্কায় নীচে পড়ে তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়। হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আনা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।