রাণীনগরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

রাণীনগরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক মাঠ দিবস অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে কাশিমপুর ইউনিয়নের নগরব্রিজ নামক স্থানে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এই মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবসে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসল্লা বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় স্থাপিত বারি সরিষা-১৭ এর বীজ উৎপাদন ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. মো: আ: আজিজ বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আহসান হাবীব রতন, আতিকুল ইসলাম প্রমুখ। মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষক ও কৃষানীরা অংশগ্রহণ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest