আক্কেলপুরে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

আক্কেলপুরে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
আবু রায়হান, জয়পুরহাটঃ পুলিশিই জনতা জনতাই পুলিশ শির্ষক শ্লোগানে আক্কেলপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ ও মানবপাচার বিরোধী আলোচনা সভা-২০২০ অনুষ্ঠিত। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪.৩০ ঘটিকায় আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ এর সভাপতিত্বে থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির-পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুস ছালাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, আক্কেলপুর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে পুলিশের সাথে সাথে সর্বস্তরের জনসাধারণকেও সচেতন হতে হবে এবং জনসচেতনতা মূলক কাজ করতে হবে। তানাহলে শুধু পুলিশের একক প্রচেষ্ঠায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। তিনি আরও বলেন জনসাধারণ যদি কোন চোরাকারবারি, ডাকাতি, ছিনতাইকারী, মাদক কারবারি, জঙ্গিবাদ, সন্ত্রাস ধরতে পারেন তাহলে আপনারা নিজ হাতে আইন তুলে না নিয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় খবর দেবেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest