যশোরের নাভারণে গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯

যশোরের নাভারণে গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক

শার্শা(যশোর)প্রতিনিধিঃ যশোরের নাভারণ থেকে ১ কেজি ৫ শ’ গ্রাম গাঁজাসহ নার্গিস আক্তার (২৮) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় যশোর-বেনাপোল সড়কের নাভারণ এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।

আটক নারী যশোরের রুস্তমপুর গ্রামের ইমদাদুল হকের স্ত্রী।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) জহিরুল হক জানান, গোপন সংবাদে জানতে পেরে, যশোর-বেনাপোল সড়কের নাভারণ গোডাউন এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে নার্গিস আক্তার নামে এক নারীকে আটক করা হয়। এসময় ওই নারীর পাঁয়ে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায়
১ কেজি ৫ শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত গাঁজাসহ উক্ত নারীর নামে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


মুজিব বর্ষ

Pin It on Pinterest