ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে আন্তজেলা অটোরিকশা ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানার একটি দল নগরীর শাহ মখদুম থানা এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন পবা নতুন পাড়া এলাকার এক বড় ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও উত্তর নওদাপাড়া এলাকার নাজিরের ছেলে জসীম (২৬)। এ তথ্য নিশ্চিত করে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, পুলিশের হাতে আটক আন্তঃজেলা অটোরিকশা ছিনতাই চক্রের দুই সদস্য সর্বশেষ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজা বাড়িতে ড্রাইভারকে বেঁধে রেখে অটোরিকশা ছিনিয়ে নিয়ে চলে যায়। এই চক্রটি রাজশাহী ও আশেপাশের এলাকায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই করে। ওই ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা হয়। সেই মামলার সূত্র ধরে নগর থানা পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে আসামিদের সনাক্ত করে ও বৃহস্পতিবার নগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে সাদ্দাম হোসেন অটোরিকশা ছিনতাই চক্রের মূল হোতা। তাদের দুজনের বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ থানায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST