মার্কিন সেনাদের গাড়িবহরে জনতার হামলাঃ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

মার্কিন সেনাদের গাড়িবহরে জনতার হামলাঃ
আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মার্কিন সেনাদের গাড়িবহর আটকে হামলা চালিয়েছে জনতা। এ সময় মার্কিন সেনাদের গুলিতে এক বেসামরিক লোক নিহত ও একজন আহত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত কামিশলি শহরে এ ঘটনা ঘটে। সিরীয় সেনারা বুধবার সকালে শহরের একটি চেকপয়েন্টে মার্কিন সেনাদের চারটি গাড়ি থামায় এবং সেখানে শত শত বেসামরিক লোক জড়ো হয়ে মার্কিন সেনাদের টহল বন্ধ করে দেয়। এ সময় মার্কিন সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালায় এবং গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে। এতে একজন বেসামরিক নিহত ও একজন আহত হন। এর জবাবে বেসামরিক লোকজন মার্কিন সেনা বহরে হামলা চালায় এবং তাদের সেনাদের গাড়ি ভাঙচুর করে। পরে মার্কিন সেনারা অন্য একটি গাড়ি এনে ক্ষতিগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নেয়। অন্যদিকে, কামিশলি শহরের কাছে বিভেইর আল-বুয়াইসি গ্রামে সাধারণ লোকজন মিলে আমেরিকার কয়েকটি সামরিক যানের ওপর হামলা চালায়। এ ঘটনায় সেখানকার কয়েকজন তরুণ আমেরিকার একটি সামরিকযানে ওপর চড়ে বসে এবং গাড়িতে রাখা পতাকা নামিয়ে ফেলে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest