ইজিবাইকের চাপায় বরিশালে শিশু শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

ইজিবাইকের চাপায় বরিশালে শিশু শিক্ষার্থী নিহত

বরিশালের বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় তিবা (৬)নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। রহমতপুর-মীরগঞ্জ সড়কের বর্ণমাল কিন্ডার গার্টেন স্কুলের সামনের বুধবার সকাল সারে ১০ টায় জেলার বাবুগঞ্জ উপজেলার  সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত তিবাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টায় শিশু তিবা মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সারে ১০ টার দিকে বর্ণমাল কিন্ডার গার্টেন স্কুল ছুঁটি হলে প্লে’র শিক্ষার্থী ও বাবুগঞ্জ বাজারে বাসিন্ধা এলাকার লিটু খান’র মেয়ে তিবা তার মায়ের হাত ধরে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় মীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিক্ষার্থী তিবাকে পেছন দিক থেকে চাপা দেয় এতে তার মাথায় গুরুতর আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পরেন। আহত তিবাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পরে আঘাতের মস্তিস্কে রক্তক্ষরণের কারনের তিবা মারা যায় । দূর্ঘটনার পরপরই চালক পালিয়েছে।বাবুগঞ্জ থানা পৃুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন ইজিবাইকটি আটক করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest