ইরানের হুশিয়ারী,যুদ্ধে জড়ালে মার্কিনিদের পরিণতি হবে ভয়াবহ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জারিফঃ

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

ইরানের হুশিয়ারী,যুদ্ধে জড়ালে মার্কিনিদের পরিণতি হবে ভয়াবহ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জারিফঃ
আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃ সোলাইমানি হত্যাকাণ্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। পাশাপাশি ভবিষ্যতে কোনো কারণে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে মার্কিনিদের করুণ পরিণতি বরণ করতে হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে মার্কিন টিভি চ্যানেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জারিফ এসব কথা বলেন। সাক্ষাৎকারের শুরুতেই সোলাইমানি হত্যা নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র অনেক বড় ভুল করেছে। এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের শাস্তি তাদের পেতেই হবে। এরপর তিনি যোগ করেন, যুদ্ধক্ষেত্রে লড়াই করে আমেরিকা জেনারেল সোলাইমানির সঙ্গে পেরে ওঠেনি। এ কারণে রাতের অন্ধকারে ড্রোন হামলা চালিয়ে মার্কিন সেনারা তাকে হত্যা করেছে। অথচ সোলাইমানি তখন একটি শান্তি মিশনে ছিলেন। সাক্ষাৎকারের শেষদিকে জারিফ বলেন, সোলাইমানি হত্যাকাণ্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছিল। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলাম এবং এখনো আছি। আমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest