মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করছি-উপজেলা চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০১৯

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা  করছি-উপজেলা চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেনঃমোঃ আমিনুল ইসলাম ১৯৯০ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে একবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালে দ্বিতীয় বারের মত এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে ৩য় বারের মত আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। তার হাতের স্পর্শে বীরগঞ্জ উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বীরগঞ্জ উপজেলা শাখায় ১৯৯১সাল থেকে ২০০৩ পর্যন্ত দীর্ঘ ১২বছর সভাপতি’র দায়িত্ব পালন করেন। বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম এক সাক্ষাৎকারে বলেন, চেষ্টা করছি জনকল্যাণম‚লক কাজের প্রসার ও অগ্রগতি অর্জন করার। যতটুকু পেরেছি তার জন্য মহান আল্লাহ্ তায়ালার রহমত ও উপজেলা বাসীর দোয়ার জন্য, শুরু
থেকে মানুষের সুখ দুঃখে পাশে থাকা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনার দিক-নির্দেশনায় ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ১৯৯০ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্য়ন্ত বীরগঞ্জ-কাহরোলে ৪ টি কলেজ, ১০টি মাধ্যমিক বিদ্যালয় ২ টি মাদ্রাসা ও ৫০টির অধিক প্রাথমিক
বিদ্যালয় তৈরী করছি।এছাড়াও যোগাযোগ, যাতায়াত, শিক্ষা, পরিবেশ, অবকাঠামো উন্নয়ন ও খেলাধুলায় বীরগঞ্জ উপজেলা ইতোমধ্যে যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে। ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আগামীতে আইন শৃঙ্খলার উন্নয়ন, গণতন্ত্রের চর্চার পাশাপাশি বীরগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত আদর্শ এবং আধুনিক উপজেলায় রূপান্তরিত করার জন্য চেষ্টা
করছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এমপি হওয়ার পর থেকেই নেতাকর্মীদের পাশেই ছিলাম এখনো আছি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest