করোনা মোকাবিলায় দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবেঃ প্রধানমন্ত্রীঃ

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

করোনা মোকাবিলায় দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবেঃ প্রধানমন্ত্রীঃ
মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ করোনা মোকাবিলায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ মার্চ) সকালে পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে করোনা মোকাবিলায় জরুরিভিত্তিতে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয় অর্থবিভাগ। এসময় জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে করোনা মোকাবিলায় প্রস্তুতিতে পিছিয়ে রয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যে গত ৮ মার্চ আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরদিন ৯ মার্চ সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে নতুন করে আর কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest