ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা শহরের নাগড়া এলাকায় একটি ছয়তলা বিল্ডিংয়ের পাইলিং করার সময় লোহার বোরিং পাইপ পড়ে আবু হুরায়ররা (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্য হয়েছে। নিহতের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তারাকান্দা গ্রামে। মঙ্গলবার দুপুরে পোলার বেকারি মালিকের বাসায় কাজ করাকালে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেকারি মালিক আব্দুস সালাম শেলুর ছয়তলা বিল্ডিংয়ের পাইলিং কাজ শুরু হয় গত ২০/২৫ দিন আগে। প্রতিদিনের মতো কাজ করার সময় পাইলিংয়ের লোহার একটি বোরিং পাইপ শ্রমিক আবু হুরায়রার ওপর পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ পলাশ কুমার দেব মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নেত্রকোনার মডেল থানার এসআই বিল্লাল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান থানায় কোন অভিযোগ আসেনি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST