নবাবগঞ্জে করোনা প্রতিরোধে ইউএনও’র ঝটিকা অভিযান

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০

নবাবগঞ্জে করোনা প্রতিরোধে ইউএনও’র ঝটিকা অভিযান

নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা না মেনে দোকানপাট খোলারাখায় দিনাজপুরের নবাবগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট বাজার ও গ্রাম-গঞ্জে ঝটিকা অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার । বুধবার সন্ধ্যায় নবাবগঞ্জ সদর, কুশদহ বাজার,কচুয়া বাজার, নন্দনপুর বাজর পাঠানগঞ্জ বাজার সহ উপজেলার বিভিন্নগুরুত্বপূর্ণ বাজার এবং গ্রাম-গঞ্জে এ অভিযানচালানো হয় । উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার বলেন, সরকারি নির্দেশনার আলোকে ও করোনা ভাইরাস প্রতিরোধেপ্রয়োজনীয় ঔষুধদের দোকান, কাঁচা বাজার, মুদির দোকান ছাড়া, গণ পরিবহন থেকে শুরুকরে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। কোনোস্থানে জনসমাগম না করার জন্যও নির্দেশ দেওয়াহয়েছে। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলাপরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ পারুল বেগম,থানার ভারপ্রাপ্ত অফিসার অশেক কুমার চৌহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুরজ্জামান জনি ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest