বদলগাছীতে শিক্ষককে প্রাইভেট পড়ানোয় জন্যে জরিমানা ৷

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০

বদলগাছীতে শিক্ষককে প্রাইভেট পড়ানোয় জন্যে জরিমানা ৷
মোঃ ফিরোজ হোসেন নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে শিক্ষক প্রাইভেট পড়ানোর জন্য জরিমানা করা হয়েছে ৷ নওগাঁর বদলগাছীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রাইভেট পড়ানোর সময় মোজাফ্ফর হোসেন নামের এক মাদ্রাসা শিক্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোজাফ্ফর হোসেন চাংলা জে. এম বহুমূখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। নিষেধ করার পরও সে মাদ্রাসার শ্রেণিকক্ষে নিয়মিত প্রাইভেট পড়াচ্ছিলেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃনাহারুল ইসলাম গতকাল বুধবার বেলা ১২টার সময় মাদ্রাসায় গিয়ে প্রায়ভেট পরানো অবস্থায় তাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন। সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাহারুল ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরাধ সরকার সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট ও কোচিং বন্ধ ঘোষনা করেন। কিন্তু তাকে নিষেধ করা সত্তেও মোজাফ্ফর হোসেন ২০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে প্রাইভেট পড়াচ্ছিলেন। তাই তাকে দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest