১৪ এপ্রিল পর্যন্ত বাড়লো সরকারি-বেসরকারি ছুটি

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

১৪ এপ্রিল পর্যন্ত বাড়লো সরকারি-বেসরকারি ছুটি

মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্তও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান। তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে আদেশ জারি করা হয়েছে।’ করোনার কারণে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তা বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়। এখন আবারও বাড়ানো হলো। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দেশে নতুন করে ১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা বলা হয়। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৮ জনে। এছাড়া নতুন করে গত ২৪ ঘণ্টা মারা গেছে একজন। তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest