ফুড ব্যাংকের মাধ্যমে দুমকিতে অসহায় দরিদ্রদের মাঝে ত্রান বিতরন।

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

ফুড ব্যাংকের মাধ্যমে দুমকিতে অসহায় দরিদ্রদের মাঝে ত্রান বিতরন।

মোঃ জসিম উদ্দিন ,দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ বিশ্বব্যপী করোনা ভাইরাস আজ মহামারী রুপে অবস্থান করছে। এ পরিস্থিতিতে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ অসহায় বিপদগ্রস্ত মানবতার জন্য মানবিক উদ্যোগ হিসাবে ফুড ব্যাংক কর্মসূচির মাধ্যমে দেশ ব্যাপী অসহায় বিপদগ্রস্ত মানুষের খাদ্যের ব্যবস্থা করার কাজ শুরু করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পটুয়াখালী জেলায় ফুড ব্যাংক কর্মসূচির আওতায় ১০০ পরিবারকে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়। দুমকি উপজেলার পাঙ্গাশিয়ার ৯টি ওয়ার্ডে, লেবুখালী ইউনিয়নের ৩টি ওয়ার্ড ও শ্রীরামপুর ইউনিয়নের ১০০পরিবারের প্রতি পরিবারকে ৫কেজি চাল, ৩কেজি আলু, ১কেজি করে ডাল,তৈল ও পিয়াজ, একটি সাবান বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়। এসময় নেছার উদ্দিন মাস্টার, ইউপি সদস্য সুলতান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান সিকদার, সমাজ সেবক আবু সালেহ খোকন, আবদুর রহমান, সহ নিয়োজিত স্বেচ্ছাসেবক সুবিধাভোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest