গোপালগঞ্জে আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ফারুক খান এম,পি ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

গোপালগঞ্জে আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ফারুক খান এম,পি ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন

কাজী ওহিদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস ও দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার,পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও গোপালঞ্জ -১ আসনের সংসদ সদস্য জনাব মুহাম্মদ ফারুক খান বলেন,এলাকার সকলকে ধৈর্য্য সহকারে ঘরে মধো থাকতে এবং অযথা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কোন বিবাদে জড়িয়ে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা হিসেবে মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলা ৭টি ইউনিয়ন মোট ২৪ টি ইউনিয়ন তার নির্বাচনী এলাকায় প্রত্যেককে ১০ কেজি চাউল,২ কেজি ডাল, ১ লিটার তৈল ও ১টি সাবান প্রায় ৩ হাজার অসহায়, অসচ্ছল ও কর্মহীন পরিবারের মধো শনিবার, রবিবার ও সোমবার ( ৪,৫,৬ এপ্রিল) তিনব্যাপী স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দদের মাধ্যমে বাড়ী বাড়ী খাদ্যসামগ্রী পৌছিয়ে দেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নের বিতরন কার্যত্রুমের উদ্ধোধন করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র এ্যাডঃ মোঃ আতিকুর রহমান মিয়া এবং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকীয় ও মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু,যুগ্ম সম্পাদক এম,মহিউদ্দিন আহম্মেদ মুক্তু মুন্সী, মোঃ সিরাজুল ইসলাম মিয়া,উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সাংবাদিক হায়দার হোসেন, প্রচার সম্পাদক মোঃ জাহিদুল রহমান জাহিদ,উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ হাফিজুর রহমান লেবু, সদস্য সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ ছিরু মিয়া ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। খাদ্যসামগ্রী বিতরন কার্যত্রুমের সার্বিক ভাবে পরিচালনা করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের তনয়া, সাবক বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক উপ- কমিটির অন্যতম সদস্য ও সুচিন্তা বাংলাদেশ এর যুগ্ম আহবায়ক কানতারা খান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest