ঘরে নামাজ পড়ার নির্দেশ সরকারের

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

ঘরে নামাজ পড়ার নির্দেশ সরকারের

আলোকিত সময় ডেস্কঃ এখন থেকে ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মসজিদে জামাত যদি একান্তই করতে হয় তাহলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শুধু ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে করতে পারবেন। সাধারণ মুসল্লিদেরকে আজ থেকে মসজিদে যেতে নিষেধ করা হচ্ছে।সোমবার মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

দেশে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এর আগে একাধিকবার মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে নির্দেশনা দিয়ে আসছিল ইসলামি ফাউন্ডেশন। প্রথমে জামাত সংক্ষিপ্ত করার অনুরোধ জানানো হয়েছিল ইমামদের কাছে। তারপর মুসল্লিদের প্রতিও ঘরে নামাজ আদায়ের অনুরোধ করা হয়েছিল। এবার ধর্ম মন্ত্রণালয় ঘরে নামাজ পড়ার জন্য সরাসরি নির্দেশ জারি করল।

মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাঁচ ওয়াক্তের নামাজের ক্ষেত্রে মসজিদে অনধিক ৫ জন এবং জুমার নামে অনধিক ১০ জন জামাতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীরা থাকবেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। সাধারণ মুসল্লিরা জুমার দিনেও মসজিদে যেতে পারবেন না। তারা বাসায় জোহর নামাজ আদায় করবেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest