নীলফামারী-৪ আসনের সাংসদের পিপিই বিতরণ

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

নীলফামারী-৪ আসনের সাংসদের পিপিই বিতরণ
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো :- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় সেবা নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের মাঝে ১০০ পিপিই নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেলের নিজস্ব তহবিল হতে বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন সাংসদের প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল আলম স্বপন। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের জন্য উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ ও পুলিশ প্রশাসনের জন্য অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল হকের হাতে এসব পিপিই তুলে দেন সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল আলম স্বপন। রেজাউল আলম স্বপন জানান- এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ চলমান আছে। ইতোমধ্যে ৪টি ইউনিয়নের ৭৬৩ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এমপির নিজস্ব অর্থায়নে ১০০ পিপিই দেয়া হল। পর্যায়ক্রমে উপজেলার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest