ঠাকুরগাঁওয়ে শিশুসহ আরও ২ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৫

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

ঠাকুরগাঁওয়ে শিশুসহ আরও ২ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৫
মো: মোতাহার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৭ বছর বয়সী এক মেয়ে শিশুসহ আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ জনে। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ২ জনের মধ্যে ১ জন হরিপুর উপজেলার ও ১ জন রাণীশংকৈল উপজেলার। হরিপুরে এর আগে ২ জনের করোনা শনাক্ত হলেও রাণীশংকৈলে এই প্রথম করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেল। রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ফিরোজ আলম জানান, উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও বাশবাড়ী গ্রামের ৭ বছর বয়সী এক মেয়ের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। মেয়েটি স্থানীয়, শারীরিক অসুস্থতার কারণে (জ্বর-সর্দি) তার নমুনা সংগ্রহ করে পাঠালে আজ তার নমুনায় পজেটিভ রেজাল্ট আসে। এদিকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মো: মনিরুল হক খান জানান, উপজেলার বীরগড় এলাকার ২২ বছর বয়সী এক ছেলে করোনায় আক্রান্ত হয়েছে। সে সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে হরিপুরে আসে। এর আগে গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্তের খবর আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest