রাজশাহীতে নতুন ২৭ জন সহ ৩৭৭ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

রাজশাহীতে নতুন ২৭ জন সহ ৩৭৭ জন হোম কোয়ারেন্টাইনে
রাজশাহী ব্যুরো : করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহী মহানগর ও জেলায় নতুন করে আরো ২৭ জনসহ ৩৭৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলার নয়টি উপজেলায় ২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এখন রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৭৭ জন। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৬৯ জন, বাঘা উপজেলায় ৫৪ জন, চারঘাট উপজেলায় ১৯ জন, পুঠিয়া উপজেলায় ৬৪ জন, দুর্গাপুর উপজেলায় ৫৫ জন, বাগমারা উপজেলায় ০ জন, মোহনপুর উপজেলায় ০ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ০ জন ও গোদাগাড়ি উপজেলায় ০ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে ১২১৮ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৫৯৫ জন। আজ বুধবার রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত রাজশাহীতে ৫ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest