দিনাজপুরে এস.এস.সি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯

দিনাজপুরে এস.এস.সি পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ অভিযোগ সূত্রে প্রকাশ, দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ৬১৭টি মাধ্যমিক বিদ্যালয়ে এস.এস.সি-২০১৯ পরীক্ষার ফরম ফিলাপে বিজ্ঞান বিভাগে সেন্টার খরচ সহ ২০১৫/- টাকা ও মানবিক বিভাগে ১৮৫০/- টাকা। তা সত্ত্বেও নিজ ক্ষমতার বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীদের নিকট থেকে ৩,০০০ টাকা ও মানবিক বিভাগে ২,৯০০ টাকা হারে নেওয়া হচ্ছে। এব্যাপারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে, অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে যান। এব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জানাতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কিছুই করার নেই। বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ফরমফিলাপে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের নিকট এক অভিভাবক মৌখিক অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এব্যাপারে অভিভাবক মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest