নেত্রকোনায় পুলিশ ট্রাফিক বক্সের উদ্বোধন

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

নেত্রকোনায় পুলিশ ট্রাফিক বক্সের উদ্বোধন

রিফাত আহমেদ রাসেল: নেত্রকোনার দুর্গাপুরে পুলিশ ট্রাফিক বক্সের উদ্বোধন হয়েছে । সোমবার পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এই পুলিশ বক্সের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি ।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ফারজানা খানম, ওসি দুর্গাপুর থানা মিজানুর রহমান, ওসি (তদন্ত) মীর মাহবুবুল আলম, পুলিশ উপ পরিদর্শক আব্দুল হালিম, প্রেসকাব সভাপতি নিমর্লেন্দু সরকার বাবুল, সাংবাদিক সুমন রায়, রাজেশ গৌড় সহ প্রমুখ । উদ্বোধন অনুষ্ঠান শেষে মোনাজাতের মধ্য দিয়ে এই পুলিশ বক্সের সূচনা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরেই প্রেসক্লাব মোড়ের ট্রাফিক অবস্থা নিয়ন্ত্রণে কাজ করে আসছিল পুলিশ সদস্যরা ‌। তবে তাদের বসার জন্য নির্ধারিত কোনো স্থান না থাকায় অনেক সময়ই রোদ-বৃষ্টিতে বেগ পেতে হতো পুলিশ সদস্যাদের। এমন অবস্থায় পুলিশ ট্রাফিক বক্সের স্থাপন করাকে ইতিবাচকভাবে দেখছে স্থানীয়রা ।

তারা জানায়, এই পুলিশ বক্স অত্র উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখবে ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest