ঈদের আগেই এসএমএসে এসএসসি ও সমমানের ফল

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২০

ঈদের আগেই এসএমএসে এসএসসি ও সমমানের ফল
মোহাম্মদ মাহমুদুল হাসান |
চীফ রিপোর্টার |
দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ফল শিক্ষার্থী অথবা অভিভাবকের মোবাইলে এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে। এজন্য মোবাইল এসএমসের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রি-রেজিস্ট্রেশন শুরু করেছে শিক্ষা বোর্ড। ঈদুল ফিতরের আগেই ফল ঘোষণার প্রস্তুতি চলছে। করোনাভাইরাস মহামারির কারণে এ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই প্রথম আমরা পরীক্ষার্থীদের প্রি-রেজিস্ট্রেশন করতে বলছি, যাতে তাদের মোবাইলে ফল পৌঁছে দেওয়া যায়।’
‘আমরা সব মোবাইল অপারেটরেই এ ধরণের বার্তা দেব এবং আশা করব শিক্ষার্থী ও অভিভাবকরা ফল পেতে রেজিস্ট্রেশন করবেন’, বলেন তিনি।
ফল ঘোষণার ২৪ ঘণ্টা আগ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। ফল পেতে যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএসে SSC/Dakhil
এ ছাড়াও, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (https://www.educationboardresults.gov.bd/) থেকেও ফল জানা যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, ঈদের আগেই ফল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৪ অথবা ২৫ মে দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
এর আগে, গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তাতে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।
www.educationboardresults.gov.bd
educationboardresults.gov.bd

 


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest