বরিশালে ডিআইজি অফিসে “আধুনিক তদন্ত পদ্ধতি, মাদক নিয়ন্ত্রণ ও আইন- শৃঙ্খলা বিষয়ক” কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

বরিশালে ডিআইজি অফিসে  “আধুনিক তদন্ত পদ্ধতি, মাদক নিয়ন্ত্রণ ও আইন- শৃঙ্খলা বিষয়ক” কর্মশালা অনুষ্ঠিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ৩০ নভেম্বর,২০১৯ খ্রিঃ ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল জেলায় রেঞ্জ ডিআইজি অফিস, বরিশাল কর্তৃক আয়োজিত দিনব্যাপী “আধুনিক তদন্ত পদ্ধতি, মাদক নিয়ন্ত্রণ ও আইন- শৃঙ্খলা বিষয়ক” কর্মশালা অনুষ্ঠিত হয়। রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয় প্রধান বক্তা হিসেবে উক্ত কর্মশালায় আধুনিক তদন্ত পদ্ধতি, মাদক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন। বরিশাল রেঞ্জের জেলা সমূহে কর্মরত ইন্সপেক্টর থেকে অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত মোট ৪৩ জন কর্মকর্তা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন পুলিশ সুপার (ফিন্যান্স এন্ড ডিসিপ্লিন),রেঞ্জ কার্যালয় ও পুলিশ সুপার রেঞ্জ কার্যালয় বরিশাল এবং অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল জেলা ও অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা জেলা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest