বাংলা চলচ্চিত্রের রাজকুমার খ্যাত নায়ক সত্তার আর নেই!

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২০

বাংলা চলচ্চিত্রের রাজকুমার খ্যাত নায়ক সত্তার  আর নেই!

মোঃ হাইরাজ মাঝি বিনোদন ডেস্কঃ-

রঙ্গীন রূপবান, রাখাল বন্ধু,ছবির শক্তিমান অভিনেতা রাজকুমার খ্যাত নায়ক সাত্তার আর নেই মঙ্গলবার( ৪ আগস্ট) সন্ধ্যা ৭-২০ মিনিটে
অনেকটা ক্ষোভ আর হতাশা নিয়ে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ,ইন্না—রাজিউন।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে শিল্পি সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন,
শিল্পি সমিতির আজীবন সদস্য ছিলেন তিনি। চিত্রনায়ক সাত্তারের মৃত্যুতে আমরা একজন ভালো অভিনয় শিল্পিকে হারালাম’।

নায়ক সত্তার ১৯৫৮ সালের ২৬ মে নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনি জন্মগ্রহণ করেন। ষাটের দশকে আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।১৯৮৩ সালে তিব্বত শেভিং ক্রিম বিজ্ঞাপন।১৯৮৫ সালে পাগলী ছবিতে এবং পরবর্তীতে রঙিন রাখাল বন্ধু ছবিতে তিনি পরিচিত লাভ করেন।

২০১২ সালে এই অভিনেতা প্রথম স্ট্রোক করেছিলেন।এর পরে শরীরে নানারকম রোগ এসে বাসা বাঁধতে থাকে। ডায়াবেটিকসে তিনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন।

২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য অর্থ সহায়তা করেছিলেন।

বাংলা সিনেমার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেছিলেন এই অভিনেতা। জীবিত অবস্থায় তাহার একমাত্র দুঃখ ছিল অভিনয় শিল্পিদের পাশে না পাওয়া।তিনি মনে করতেন সারাটা জীবন তিনি অভিনয়ের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন অথচ সেই অভিনয় জগতের মানুষগুলোকে কেমন যেন অচেনা মনে হয়েছে সবচেয়ে বিপদে থাকা অবস্থায়। অথচ আজ তিনি মৃত্যুর কাছে হেরে গেলেন।

অভিনয় জীবনে এই অভিনেতা রোজিনা, অঞ্জু ঘোষ, নায়করাজ রাজ্জাক, শাবানা সহ আরো অনেককে সহ শিল্পি হিসেবে পেয়েছিলেন।

নায়ক সত্তারের উল্লেখযোগ্য ছবি হলো,
অরুণ বরুণ কিরণ মালা, আমির সওদাগরের ভেলুয়া সুন্দরী, রঙিন রূপবান, মধুবালা মদন কুমার ও সাত ভাই চম্পা সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এই গুণী অভিনেতা, তিনি বেঁচে থাকতে বলেছিলে,”আমি বাঁচতে চাই, মৃত্যুর কাছে হেরে যেতে চাইনা”


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest