লালপুরে উপজেলা চেয়ারম্যানের সহায়তায় মরিজান বেগম পেলেন বিধবা ভাতার কার্ড

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

লালপুরে উপজেলা চেয়ারম্যানের সহায়তায় মরিজান বেগম পেলেন বিধবা ভাতার কার্ড

এস ইসলাম, লালপুর ( নাটোর) প্রতিনিধি।

স্বামী মারা গেছে, সংসার চালানো তো দূরের কথা দু’বেলা খেয়ে-পরে চলা হয়ে উঠে অনিশ্চিত। একটি বিধবা ভাতার কার্ডের জন্য ঘুরেছেন অনেকের দ্বারে, বাধ্য হয়ে বেছে নেন ভিক্ষাবৃত্তি।

বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে এলে স্থানীয়, জাতীয় ও অনলাইন পত্রিকায় খবর প্রচারিত হয় ” লালপুরে স্বামী হারানো মরিজান বেগম দীর্ঘদিন ধরে চেষ্টা করেও বিধবা ভাতা না পেয়ে ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছেন।” মরিজান বেগম লালপুর উপজেলার জোতদৈবকী গ্রামের আছমত আলীর স্ত্রী।

প্রকাশিত সংবাদটি নজরে পড়ে লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসাহাক আলীর। তিনি স্থানীয় ভাবে মরিজান বেগমের খোঁজখবর নিয়ে সামাজিক বেষ্টনির আওতায় বিধবা ভাতার কার্ড করে দেন। আজ বুধবার (৫ আগস্ট) মরিজান বেগমের হাতে ভাতার বহি তুলে দেন উপজেলা চেয়ারম্যান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest