বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে ৩ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

বরিশাল বিভাগীয় প্রশাসনের  আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে ৩ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদকঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী স্মরণে আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিভাগীয় প্রশাসন বরিশাল এর আয়োজনে বিভাগীয় কমিশনার এর কার্যালয় বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী স্মরণে বরিশাল বিভাগের সরকারি দপ্তরসমূহে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়ন উপলক্ষে ভিডিও কনফারেন্স এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ভিডিও কনফারেন্সে বরিশাল বিভাগীয় ও ৬ টি জেলায় সকল সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি সংযুক্ত ছিলেন। ভিডিও কনফারেন্স শেষে এক যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার। আজ একযোগে বরিশাল বিভাগে ৩৬ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এসম ভিডিও কনফারেন্স সংযুক্ত ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানসহ ৫ জেলার জেলা প্রশাসক বৃন্দ, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসা, সহকারী কমিশনার ভুমি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্স শেষে বিভাগীয় কমিশনার বরিশাল এর অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল আব্দুল রাজ্জাক, বরিশাল রেঞ্জ ডিআইজি এর প্রতিনিধি, বিভাগীয় বন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের পরিচালকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest