মোহনপুরে পুত্রদের হাতে পিতা খুন

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

মোহনপুরে পুত্রদের হাতে পিতা খুন

রাজশাহী ব্যুরো :
রাজশাহীর মোহনপুরে ছেলেদের হাসুয়ার কোপে এক বাবার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আজিম উদ্দিন (৫২)। তিনি মোহনপুর ধুরইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। সোমবার সকালের দিকে পারিবারিক কলহের জের ধরে দুই ছেলে রাকিবুল ও হাসিবুল বাবা আজিম উদ্দিনকে ধারালো হাসুয়া দিয়ে কোপালে তিনি আহত হন।

পরে স্থানীয় লোকজন আজিমকে উপজেলা স্বাস্থকেন্দ্রে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে মোহনপুর থানা পুলিশ আজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে আজিম উদ্দিনের দুই ছেলে পলাতক রযেছে বলে জানিযেছে পুলিশ।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাক হোসেন বলেন, পান বরজের বিষয় নিয়ে কথাটা যে ধরনের ঘটনা ঘটেছে দুই ছেলে পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest