সৈয়দপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

সৈয়দপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো: নীলফামারীর সৈয়দপুরে বিশ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় বিএনপি দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আবদুল গফুর সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, জেলা যুবদলের সাধারন সম্পাদক তারিক আজিজ, যুগ্ম আহবায়ক শাহীন আকতার শাহীন, আব্দুস সাহিদ, নজরুল ইসলাম লালবাবু প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, বিশ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার অতিবিলম্বে মুক্তি দিতে হবে, না হলে দেশে আন্দোলন মাধ্যমে মুক্ত করা হবে। বিচার বিভাগ স্বাধীন নয় বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest