হিলিতে সাংবাদিকদের মাঝে বিএমএসএফ’র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

হিলিতে সাংবাদিকদের মাঝে বিএমএসএফ’র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরর হিলিত করোনার সংক্রমণ রোধ ২০ জন সাংবাদিকর মাঝ ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই), মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়ছ। ইউএনডিপি’র অর্থায়ন এবং বাংলাদশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সহযাগিতায় আজ সোমবার সন্ধ্যায় বাংলাহিলি বাজার সাপ্তাহিক আলাকিত সীমার কার্যালয় থেকে এসব বিতরণ করা হয়।
এ উপলক্ষ পত্রিকাটির কার্যালয় এক অনুষ্ঠানর আয়োজন করা হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম হিলি শাখার সভাপতি ও এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলামর সভাপতিত্ব এত উপস্থিত ছিলন, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টর সভাপতি আকরাম হোসেন, মাছরাঙা টিভির হিলি প্রতিনিধি হালিম আল রাজী, মাহনা টিভির হিলি প্রতিনিধি আকতার হাসন বকুল, ইনডিপনডট টিভির হিলি প্রতিনিধি সাজ্জাদ হোসেন, একুশ টিভির হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুল, নিউজ ডায়রী ডটকমর সম্পাদক মাহমুদুল হক মানিক, রাইজিংবিডি হিলি প্রতিনিধি মোসলেম উদ্দিন, চ্যানেলএসটিভির হিলি প্রতিনিধি লুৎফর রহমান, কালে কন্ঠের বিরামপুর প্রতিনিধি মাহাবুব হোসেন,মুভিবাংলা টিভি হিলি প্রতিনিধি সোহেল রানা,সাংবাদিক আবু সাইদ সহ বিভিন দৈনিক ও নিউজ পার্টাল কর্মরত সাংবাদিক।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest