ঢাকা ২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সরকারী কাজে বাঁধা প্রদান করার অপরাধে আব্দুর রশিদ (৪৬) নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলা ভূমি অফিসের চত্বরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট্র মাসুদুল হক এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আব্দুর রশিদ তেঁতুলিয়া উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত এলাকার কাইম উদ্দীনের ছেলে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলা ভূমি অফিস চত্বরে আব্দুর রশিদ নামে ওই ব্যাক্তি দালালী করার মাধ্যমে ভূমি অফিসের দাপ্তরিক কাজে বাধা প্রদানকালে হাতেনাতে তাকে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধামে সরকারি কাজে বাঁধা প্রদানের দায়ে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক জানান, আজ সকালে উপজেলা ভূমি অফিসে দালালী করার মাধ্যামে ওই ব্যাক্তি সরকারী কাজে বাধা প্রদান করে পরে তাকে আটক করা হয় এবং ভ্রাময়মান আদালতের মাধ্যামে কারাদন্ড প্রদান করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST