ঢাকা ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪
ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিব কর্তৃক কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ীভাড়া প্রদানে লিখিত অঙ্গীকার পূরণে ব্যর্থতার প্রতিবাদে শিক্ষক-কর্মচারীরা গতকাল রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন ।
কর্মবিরতি পালন শেষে কলেজ প্রাঙ্গনে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এক জমায়েতে মিলিত হয়। জমায়েতে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, সহকারি অধ্যাপক সাইদুল ইসলাম, ওয়াহেদুন্নবী সরকার, আবু তাহের, রাশেদ হায়দার আপেল, আমিনুর রশিদ ও শাহ্ আলম মন্ডল, প্রদর্শক শাহ্ আলম, প্রধান অফিস সহকারী আশরাফুল ইসলাম প্রমূখ। বক্তারা কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিবের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তাঁকে অধ্যক্ষ পদ থেকে অপসারণের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষনা করেন। কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্রী এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যক্ষ এ.এইচ.এম আহসান হাবিবের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ইতিপূর্বে কলেজ গভর্ণিং বডিসহ প্রশাসনের উর্দ্ধতন মহলে একাধিকবার অভিযোগ করা হলেও অদৃশ্য কারণে তার কোন প্রতিকারের ব্যবস্থা না হওয়ায় কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST